মারিয়া মিম

মাসুদ রানা চরিত্রটির প্রতি সবার আগ্রহ রয়েছে। সোহানার স্বপ্নের পুরুষ সেই মাসুদ রানা। সারাক্ষণ মাসুদ রানার বই পড়ে সোহানা। একদিন বাবার সঙ্গে রাগ করে, মাসুদ রানাকে পাবার জন্য ঘর ছাড়েন তিনি।

শেষ পর্যন্ত সোহানা মাসুদ রানাকে পায় কিনা সেটা জানতে হলে দর্শকদের চোখ রাখতে হবে মিরর ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। নির্মাতা ইভান মনোয়ার সম্প্রতি 'হ্যালো, সোহানা'  ওয়েব অরিজিনালটি নির্মাণ করেছেন।

রিও

এতে সোহানা চরিত্রে অভিনয় করেছেন মারিয়া মিম এবং মাসুদ রানা চরিত্রটি করেছেন রিও। শুটিং সম্পূর্ণ হওয়ার পর শর্ট ফিল্মটি এখন এডিটিং প্যানেলে রয়েছে।

নির্মাতা ইভান মনোয়ার বলেন, গল্পটিতে দর্শক নতুনত্ব পাবেন। কাজটি করতে গিয়ে মাসুদ রানা ও সোহানা চরিত্রটিকে আরও কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে। এই গল্পটি সম্পূর্ণ মৌলিক, মাসুদ রানা সিরিজের কোনও গল্পের সঙ্গে এর মিল নেই। শুধু মাসুদ রানা ফ্রিক এক যুবতীর গল্প বলা হয়েছে যার নাম সোহানা। 

নির্মিতা আরও জানান, আসছে রোজার ঈদে 'হ্যালো, সোহানা' মুক্তি পাবে।

আরআইজে