হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তিশা তার ফেসবুক পেজ ও ফারুকীর আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে একমাত্র মেয়ে ইলহামের সঙ্গে ফারুকীকে খেলতে দেখা গেছে।

ওই স্ট্যাটাসে তিশা জানান, ‘সোমবার (২৯ জানুয়ারি) মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে।’

মেয়ের সঙ্গে প্রকাশ করা ওই ছবির ক্যাপশনে তিশা আরো লেখেন, ‘বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা-মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

 

এর আগে গত ২২ জানুয়ারি সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমে শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তারপর কিছুটা সুস্থবোধ করলে স্থানান্তর করা হয় কেবিনে। 

সেসময় নির্মাতার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে জানান, ‘২২ জানুয়ারি সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল- এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়ছে ওর। নিউরো আইসিইউ’তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

পরদিন ফারুকীর শারীরিক অবস্থার কথা জানিয়ে তিশা বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকেরা এও বলেছেন, ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।’

সেই সিটি স্ক্যান শেষেই বাসায় ফিরেছেন নির্মাতা। বর্তমানে পরিবারের মানুষদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। বিশ্রাম নিচ্ছেন নিজ বাড়িতেই।

এনএইচ