সন্তানের বাবা হলেন সৌমিক
বিয়ের চার বছরের মাথায় কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদ। সোমবার (১ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা একটি ফুটফুটে নবজাতকের জন্ম দিয়েছেন।
নিজের জীবনের অন্যতম সুখকর এই মুহূর্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ‘বিক্যাম আ কিং’ ট্যাগলাইন দিয়ে সৌমিক লিখেছেন, ‘রাজকন্যা এলো ঘরে। স্ত্রী ও সন্তান দুজনেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
দেড় বছর প্রেমের পর ২০২০ সালে প্রেমিকা ফাতেমা তুজ জোহরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌমিক। ওই বছরেই জাঁকজমক আয়োজনে বিয়ে করেন এই জুটি। এরপর বিভিন্ন সময়েই ফেসবুকে নিজেদের খুনসুটির ভিডিও প্রকাশ করেন এই দম্পতি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, সৌমিকের যাত্রা শুরু ইউটিউব দিয়ে। এরপর কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনে। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘রেডিও চকলেট’ ধারাবাহিক নাটকে মধ্য দিয়ে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি।
প্রায় ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে গেছে। তবে টেলিভিশনের পর্দায় এখন বলতে গেলে অনিয়মিত সৌমিক। অভিনয় করলেও বর্তমানে একটি মোবাইল অপারেটর কোম্পানিতে চাকরি করছেন তিনি।
এনএইচ