শুটিং সেটে হঠাৎ ঢুকে গেল চিতাবাঘ, প্রাণে রক্ষা
শুটিং সেটে কত ঘটনাই না ঘটে। তাই বলে হঠাৎ চিতাবাঘের আগমন! অবাক করার মতোই এমন এক ঘটনা ঘটেছে মারাঠি টিভি শো ‘প্রেমাস রং ইয়াভে’-র শুটিং সেটে।
মাসখানেক আগে শোয়েব ইব্রাহিমের শো’তে চিতাবাঘ ঢুকে কুকুর খেয়ে ফেলছিল। এবার মারাঠি ধারাবাহিকের শুটিং সেটে একই ঘটনা ঘটলো। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চিতাবাঘের সেই দৃশ্য।
বিজ্ঞাপন
যেখানে দেখা যায়, শুটিং সেটে ঢুকে হেঁটে বেড়াচ্ছে একটি চিতাবাঘ। মহারাষ্ট্রের কোলাপুরের শুটিং সেটে ঘটেছে এই ভয়ংকর ঘটনা। সেটের চারপাশে চিতার অবাধ বিরচণে দেখে রীতিমতো শিউরে উঠেছে প্রত্যেকে।
বিজ্ঞাপন
‘প্রেমাস রঙ ইয়াভে’ নির্মাতারা নিজেরাই তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ক্লিপটি শেয়ার করেছেন। তারা জানিয়েছেন, শুটিং শেষে চিতাবাঘ সেটে ঢোকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
মারাঠি ইন্ডাস্ট্রিতে ‘প্রেমাস রঙ ইয়াভে’ বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক। ইতোমধ্যেই সিরিয়ালটির ৪০০ পর্ব সম্প্রচার হয়েছে। চিতাবাঘ সেটে ঢুকে কারো কোনো ক্ষতি না করায় দর্শকরা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিমের ধারাবাহিক ‘অজুনি’র সেটে ঢুকে পড়ে একটি চিতাবাঘ । ২০০ জনের উপস্থিতিতে একটি চিতাবাঘ সিরিয়াল সেটে প্রবেশ করে একটি কুকুর শিকার করেছিল। ওই ঘটনার পর ফের শ্যুটিং সেটে চিতার আগমন সকলকে চিন্তায় ফেলে দিয়েছে।
এর আগে ২০২৩ সালের ২৬শে জুলাই বুধবার মুম্বাইয়ের গুরগাঁও ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন মারাঠি টেলিভিশন শো-এর সেটে একটি চিতাবাঘ তার বাচ্চাসহ ঢুকে পড়েছিল। চিতাবাঘ দেখতে পেয়ে সেটে উপস্থিত সকলে ছোটাছুটি শুরু করেন।
এনএইচ