ডিভোর্সের জল্পনার মধ্যেই ছুটি কাটাতে ব্যস্ত হার্দিক, সঙ্গী কে?
সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। আইপিএলে চূড়ান্ত ব্যর্থতার পর বিবাহবিচ্ছেদের জল্পনা। তার মধ্যে সামনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবমিলিয়ে খুব চাপে হার্দিক।
জানা গেছে, ভারতীয় দলের অন্য সদস্যরা বিশ্বকাপ খেলতে আমেরিকা পৌঁছে গেলেও হার্দিক যাননি। শনিবার (২৫ মে) রাতে মুম্বাই থেকে দুবাই যায় ভারতীয় দল। যদিও স্কোয়াডে থাকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল এদিন দলের সঙ্গে যাননি। তারা যাবেন ৩০ মে। ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে যেতে পারেননি বিরাট কোহলি। তিনিও ওইদিন দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
কিন্তু সবার নজর কেড়েছে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতি। কেন দলের সঙ্গে নিউইয়র্কে যাননি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক, সেই নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।
বিজ্ঞাপন
তবে সূত্রের খবর, আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন হার্দিক। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবিও আপলোড করেছেন তিনি। যদিও সেখানে স্ত্রী নাতাশা বা পুত্র অগস্ত্যকে সেখানে দেখা যায়নি। তারপর থেকে হার্দিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও বেড়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হার্দিক-নাতাশার বিচ্ছেদের জল্পনা চলছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘পাণ্ডিয়া’ পদবি সরিয়ে নেন নাতাশা। ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সঙ্গে নিজের সব ছবিও ডিলিট করে দেন।
এসএসএইচ