কিছুদিন আগেই শেষ হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’। নাটকটি শেষ হওয়ার পর থেকেই ভক্তরা এর সিজন-৪ নির্মাণের জন্য নির্মাতার কাছে দাবি জানিয়ে আসছিলেন। অনেকে আবার নির্মাতার কাছে চেয়েছেন নতুন নাটক। তবে এবার ঈদে ভক্তদের নতুন কোনো নাটক উপহার দিতে পারছেন না তিনি।

৯ মে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অমি। কেন এবার ঈদে তার কোনো নাটক আসছে সেই ব্যাখ্যাও দেন জনপ্রিয় এই নির্মাতা।

পোস্টে অমি লেখেন, ‘আর কিছুদিন পরই ঈদ-উল-ফিতর। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ ঘনিয়ে আসছে আর সবার একটি কমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তবে প্রশ্নটি ভালোলাগার ও সম্মানের। তাই সকলকে একসাথেই উত্তর দিচ্ছি।’

এরপর তিনি লেখেন, ‘এই ঈদে আমার পরিচালিত কোন নাটক আসছে না। পুরো লকডাউনে আমি কোন শুটিং করিনি। যদি সুস্থ থাকি তাহলে ঈদের পর অবস্থা বুঝে ঈদ-উল-আযহা'র জন্য কিছু কাজ নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। আপনাদের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দোয়া রাখবেন যেন সুস্থ থেকে আবার কাজ নিয়ে আপনাদের মাঝে ফিরতে পারি। যারা এই ভয়াবহ অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও দোয়া, সাবধানে থাকবেন।’

নির্মাতা কাজল আরেফিন অমি আরও লেখেন, ‘আপনারা যারা এই ঈদে আমার কাজ মিস করবেন, তাদের উদ্দেশ্যে বলছি ,আমার ক্যারিয়ার শুরু হবার পর থেকে এই প্রথম কোন ঈদ হবে, যেখানে আমার কোন কাজ যাচ্ছে না। আমি অনেক বেশি মিস করব আপনাদের কমেন্টস, আলোচনা-সমালোচনা এবং ভালবাসা। মিস করব আমার কলিগ, ক্রু এবং আমার টিমের সবাইকে যাদের সাথে সবচেয়ে বেশি ভাল সময় কাটাই। আমার জন্য দোয়া করবেন। সকলে সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।’