ওপার বাংলার গায়ক, সুরকার আকাশ সেন এপার বাংলায়ও বেশ জনপ্রিয়। ‘বাংলাদেশের মেয়ে’, ‘আমার মতন কে আছে বলো’, ‘ঢাকার পোলা’, ‘বৈশাখের বিকেল বেলায়’, ‘ফেসবুকে ফটো দেখে’, ‘কতবার বোঝাব বল’, ‘তোমার ইচ্ছেগুলো’, ‘একখান চুমা দিয়ে যা’ এপার বাংলায় তার গাওয়া কিংবা সুর করা জনপ্রিয় গান।

২০১৬ সালের ঈদ নিয়ে ‘সুরমা লাগা রে আতর লাগা রে’, এবং ২০১৯ সালে ‘ঈদ মোবারক’ গান দুটি করেও বেশ জনপ্রিয়তা পান তিনি। এবারও ঈদ নিয়ে গান প্রকাশ করলেন আকাশ সেন। তার এ বছরের গানটির শিরোনাম ‘ঈদের চাঁদ’।

৯ মে (রোববার) নিজের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করেছেন তিনি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির কথা, সুর এবং সংগীতায়োজনও করেছেন আকাশ নিজেই। গানটির মুখ-‘বছর ঘুরে, রোজার পরে, খুশির সে রাত এসেছে/চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে/ঈদ মোবারক,  ঈদ মোবারক, ঈদ মোবারক।’

আকাশ সেন বলেন, ‘ঈদ নিয়ে আমার আগের দুটি গান দুই বাংলার শ্রোতারাই গ্রহণ করেছেন। ঈদে বিভিন্ন জায়গায় গানগুলো বাজানো হয়। সেই ভালোলাগা থেকেই এবার আরেকটি গান করতে ইচ্ছে হলো। মানুষকে এই উৎসবে আনন্দ দেওয়ার জন্য নিজ খরচেই গানটি করেছি। আশাকরি গানটি শ্রোতাদের ঈদ উৎসবে বাড়তি আনন্দ যোগ করবে।’

আরআইজে