ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রণবীর সিংয়ের সঙ্গে সংসার পেতেছেন দীপিকা পাড়ুকোন। ফ্যামিলি প্ল্যানিংটাও বহু আগেই সেরে ফেলেছেন তিনি। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে দীপিকা মুখ খুলেছিলেন সংসার, সন্তান নিয়ে। এক রাউন্ডটেবিল ইন্টারভিউতে তিনি জানান, আগামী ১০ বছরে একটা সুখী সংসারের অংশ হতে চান তিনি। মা হতে চান, এবং সন্তানদের সঙ্গে নিয়ে শুটিংয়ে যেতে চান।

অভিনেত্রীর কথায়, ‘যদি আমি অভিনেত্রী না হতাম, জানি না অন্য কোন পেশার সঙ্গে যুক্ত হতাম। তবে আশা করছি, তিনটে বাচ্চা থাকবে যারা এদিক-ওদিক দৌড়াদৌড়ি করবে। আশা করছি,আমার হাতে কাজ থাকবে এবং তাদের নিয়ে শুটিংয়ে যাব। আমার একটা সুখী পরিবার হবে, এবং তখনও আমি সেটাই করব যেটা এখন করছি, অভিনয়’।

২০১৩ সালে মুক্তি পায় দীপিকা অভিনীত চারটি সিনেমা-‘রেস টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিও কি রাশলীলা…রামলীলা’। সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’র সেটেই রণবীর সিংয়ের প্রেমে পড়েন দীপিকা। এবং পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালিতে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন তারা।

বিয়ের পর রণবীর ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাত্কারে জানান, তিন বছর ধরে দীপিকাকে বিয়ের প্রহর গুণছিলেন তিনি। দীপিকা হ্যাঁ, বলা মাত্রই বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেন। বিয়ের প্রস্তুতি বহু আগে থেকেই সেরে ফেলেছিলেন তিনি। রণবীরের অকপটে বলেন, ‘আমি জানতাম দীপিকাই সেই নারী যাকে আমি বিয়ে করব। এই মেয়েটাই আমার সন্তানের মা হবে’।

সন্তানের পরিকল্পনা নিয়ে বছর খানেক আগের এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আমার বাবা-মা দুজনেই বাইরে কাজ করত, তবুও আমাদের দুই বোনকে তারা সমানভাবে নিজেদের জীবনের অংশ করেছেন, সময় দিয়েছেন আমাদেরকে। আশা করছি আমাদের সন্তানদেরও আমরা সেইভাবেই বড় করতে পারব’।

আগামী দু-বছরে দীপিকার পক্ষে ফ্যামিলি প্ল্যানিং হয়ত সম্ভবপর নয়, কারণ হাতে রয়েছে পাঁচটি বিগ বাজেট সিনেমা। তবে 'দীপভীর' জুটি কবে দুই থেকে তিন হবে সেই আশায় দিন গুনছেন এই তারকা দম্পতির পাশাপাশি তাদের অনুরাগীরাও।

হিন্দুস্তান টাইমস বাংলা