ভারতে কোল্ডপ্লের কনসার্টে কিল-ঘুষি-কামড়!
ভারতে সদ্যই ট্যুর শেষ করল ব্রিটিশ পপ ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বাইসহ আরও চার জায়গায় পারফর্ম ছিল ব্যান্ডদলটির। গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল তাদের শেষ শো।
শেষ দিনের পারফর্মে ভারতের কনসার্টের ইতিহাসে রেকর্ড গড়ে এই ব্রিটিশ ব্যান্ড। সেই অনুষ্ঠান থেকে ইতোমধ্যেই দর্শকদের উন্মাদনার বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু তার মধ্যে একটি ভিডিও বেশ আলোচনা সৃষ্টি করে। সেই ভিডিওতে দেখা যায়, শ্রোতাদের একদল কনসার্ট চলাকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় সেই ভেন্যু।
বিজ্ঞাপন
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, কোল্ডপ্লের কনসার্টে কয়েকজন মারপিটে জড়িয়ে পড়েন। তখন ‘ভিভা লা ভিদা’ গানটি গাচ্ছিলেন কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন। এরই মধ্যে আচমকাই দুই ব্যক্তি একে অপরকে কিল, ঘুষি, চড়, মারা শুরু করেন। এ সময় অপর এক ব্যক্তি যুবকের হাতে কামড় বসিয়ে দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাদের মধ্যে মারপিট যখন ব্যাপক আকারে ধারণ করে, সে সময় নারীসহ কয়েকজন থামানোর চেষ্টা করেন। পরে জানা যায়, ধূমপানকে কেন্দ্র করে নাকি এমন রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেখানে।
সেই ভিডিওটি পোস্ট করে নেটিজেনরা মন্তব্য করেছেন, কনসার্ট আদতে আনন্দ, মজা এবং বন্ধুত্বের মুহূর্ত হওয়া উচিত। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে সমস্ত মূল্যবোধ বিসর্জন দেওয়া হয়েছে! এ ধরনের শ্রোতারা বিষাক্ত ও বিপজ্জনক। দুর্ভাগ্যবশত এটা ব্যান্ডের জন্য মোটেও ভালো প্রচার নয় এবং সর্বোপরি এই দাগ তো চিরকাল থেকে যাবে।
ডিএ