মারধরের সেই ভিডিও নিয়ে যা বললেন মিশা সওদাগর
গত বুধবার রাতে হঠাৎ একটি ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। যেই ভিডিও নিয়ে দাবি করা হয়, চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একদল জনগণের হাতে মারধরের শিকার হয়েছেন।
শুরুতে অনেকে সেটি বিশ্বাস করেনি। কিন্তু মিশার আইডি থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি প্রকাশ করা হয়। আর এরপর থেকেই নেটিজেনরা অনুমান করেন, সত্যিই বোধহয় মারধরের শিকার হয়েছেন মিশা।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তারা মনে করেন, মারধরের শিকার হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। আদতে তিনি অনেকদিন ধরে অসুস্থ, আর সেই ছবি দেখেই ভুল বুঝেছেন নেটিজেন, ভক্তরা। আর মারধরের ভিডিওটি যে ভুয়া, সেটিও বলার বাকি রাখে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিন্তু বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, তখন একরকম না পেরে ভক্তদের কাছে এসে সত্যিটা জানালেন মিশা। সাধারণত তেমন একটা লাইভে আসেন না এই খলনায়ক। কিন্তু এবার বাধ্য হয়েই লাইভে আসেন তিনি; কথা বলেন ভাইরাল সেই ভিডিও প্রসঙ্গে।
মিশা জানান, বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে অভিনেতাকে। মিশার কথায়, ‘এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।’
এদিকে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সম্পর্কে জানা যায়, হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মিশা। সেখানেই ছবিটি তোলা।
প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।
ডিএ