কান চলচ্চিত্র উৎসব
সরকারের অগোচরে সিনেমা নির্মাণ, জাফর পানাহির স্বর্ণপাম জয়
পর্দা নামল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। টানা ১২ দিন চলা এই উৎসবটির স্থানীয় সময় শনিবার রাতে আয়োজিত হয় সমাপনী অনুষ্ঠান। ব্যাপক জাঁকজমক এই অনুষ্ঠানে ঘোষিত হয় এ বছরের পুরস্কারজয়ীদের তালিকা। আর এদিন উৎসবের সেরা পুরস্কারটি জিতে নিয়েছেন ইরানের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি।
এক যুগেরও বেশি সময় পর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই বাজিমাৎ করলেন এই নির্মাতা। তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ -এর জন্য স্বর্ণপাম তুলে দেওয়া হয় তার হাতে।
বিজ্ঞাপন
জাফর পানাহিকে বলা হতো নীরব প্রতিবাদের প্রতীক। সেই মর্যাদাপূর্ণ পাল্ম দ'অর গেল এই নির্বাসিত নির্মাতার হাতে। ইরানের এই সাহসী চলচ্চিত্রকার তার নতুন চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’এ তুলে ধরেছেন অন্ধকারের অন্তরালে লুকিয়ে থাকা যন্ত্রণার আর্তনাদ। পুরস্কারটি হাতে নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে তিনি উচ্চারণ করেন হৃদয়বিদারক এক আহ্বান। বললেন, ‘আজ আমি সকল ইরানবাসীর প্রতি আবেদন জানাই— মতের অমিল থাকুক, ভিন্ন পথ থাকুক, কিন্তু চলুন আমরা এক হই। কারণ আজ সবচেয়ে জরুরি হলো আমাদের মাতৃভূমির স্বাধীনতা।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০১০ সালে ‘প্রথা বিরোধী প্রচারণা’র অভিযোগে ইরানের আদালত পানাহির ওপর ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ ও বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে। যদিও এখন তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই এবং কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই বলে জানিয়েছেন চলচ্চিত্রটির এক মুখপাত্র। আর এই চলচ্চিত্র নির্মিত হয়েছে গোপনে, সরকারের চোখ ফাঁকি দিয়ে।
এরআগে গত মঙ্গলবার প্রিমিয়ারে দর্শকদের আবেগময় অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়েন পানাহি। চলচ্চিত্রটি উৎসর্গ করেন ইরানে নিষিদ্ধ ঘোষিত সব নির্মাতা, বিশেষ করে সেইসব নারী পরিচালক ও অভিনেত্রীদের, যারা নারীর অধিকারের দাবিতে আন্দোলনকারী কর্মীদের পাশে ছিলেন।
ডিএ