শাকিবের নায়িকা হতে চান ফারিণ
মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এ ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। এসময় ফারিণের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশো-ও।
সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর এবারের আসর। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে শাকিব, ফারিণ ও নিশোকে এক মঞ্চে দেখা যায়। এ সময় আফরান নিশোকে খোঁচাও মারেন ফারিণ।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, মূলত মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুজন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ‘ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’
এরপর পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’
এরপর শাকিব নিজের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও তার নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে।
ডিএ