প্রথম চার সিজনের ধারাবাহিক সাফল্যের পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে আসছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ইতোমধ্যেই জানা গেছে, প্রথম পর্ব প্রচারের দিনক্ষণ। 

আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে নতুন ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হবে  ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’  এর যাত্রা। তবে এবার ইউটিউবে নয়, শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হবে বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে। 

বঙ্গ অ্যাপে ৪০ টাকায় সাবস্ক্রাইব করে প্রথম ৮ পর্ব দেখতে পারবেন দর্শকেরা। 

তবে যারা টাকা খরচ ছাড়াই ব্যাচেলর পয়েন্ট দেখতে চান, তাদেরকে অপেক্ষা করতে হবে একমাস। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একইসঙ্গে বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

পরদিন (শুক্রবার) রাত ৯টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। 

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা। 

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। 

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

এনএইচ