ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও অভিনেতা আফরান নিশোর দ্বৈরথের গল্প কারোই অজানা নয়। ২০২৩ সালে সুড়ঙ্গ সিনেমা মুক্তির পর শাকিবকে নিয়ে করা এক মন্তব্যের কারণে পর দূরত্ব সৃষ্টি হয় দু’জনের মাঝে। এরপর জল গড়িয়েছে বহুদূর। শাকিব আর নিশোকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে বা আয়োজনেও দেখা যায়নি। সিনেমা তো বহুদূর। 

তবে হঠাৎই শোনা যাচ্ছে, শাকিব খানের আসন্ন তাণ্ডব সিনেমায় দেখা মিলবে আফরান নিশোর। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় বইছে। 

সেই আলোচনার আগুনেই আরও ঘি ঢাললো একটি ছবি। মঙ্গলবার (৩ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’ ছবির সংশ্লিষ্টদের দেওয়া এক পোস্টে দেখা যায়, নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব। 

ওই ছবিতে দেখা দেখে আরও দেখা গেছে শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে।

শাহরিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্রাদার। একই ছবি পোস্ট দিয়ে ‘তাণ্ডব’ ছবির পরিচালক রায়হান রাফী ক্যাপশনে লিখেছেন, হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘তাণ্ডব’। 

নিশোর পাশে শাকিবকে দেখে অনেকই মনে করছেন দুইজনের মনোমালিন্যের অবসান ঘরেছে। দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজা তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদের মধ্যে একজন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। শাকিব-নিশোর সেই ছবি প্রকাশ করে জয় লিখেছেন, ‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন। অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে।’

শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়। তিনি লিখেছেন, নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দিবে নিঃসন্দেহে। তবে ভবিষ্যতে নিশোর একক নায়ক এর ছবি একটু রিস্কে পড়বে, নিঃসন্দেহে বলে দিলাম।

প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। এ ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

এনএইচ