‘ইনসাফ’ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা : ফারিণ
‘ইনসাফ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় সমদ্দার পরিচালিত এই ছবিটি। যেখান ফারিণের বিপরীতে আছেন অভিনেতা শরিফুল রাজ।
সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
যেখানে বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে ফারিণ বলেন, একটা সময় আমি নিয়মিত নাটকে কাজ করতাম। সেখান থেকে কিছুটা বিরতি নিয়ে ওটিটিতে গিয়েছি। তখন অনেকে বলেছেন, নাটকেই তো ভালো ছিলাম। ওটিটিতে যাওয়ার কি দরকার ছিল। ওটিটিতে সফলতা পাওয়ার পর আবার সিনেমায় পথচলা শুরু করলাম। তখনও অনেকেই একই কথা বলেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, একটা জায়গায় আমি খুব বেশিদিন ভালো থাকি না। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। সেই চ্যালেঞ্জ নিয়েই ‘ইনসাফ’ সিনেমাটি করেছি।
অভিনেত্রী বলেন, আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইনসাফ দেখলে দর্শক বুঝবেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ইনসাফ ভালো লাগলে একজনকে বলবেন, খারাপ লাগলে ১০ জনকে বলবেন।
ইনসাফের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শরিফুল রাজ।
তিনি বলেন, ‘স্বল্প সময়ে আমাদের সিনেমার শুটিং হয়েছে। দারুণ একটা টিম ছিল বলেই আমার ভালো একটা সিনেমা নিয়ে আসতে পেরেছি। বিশেষ করে মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণের কথা না বললেনই নয়। আমি তাদের সঙ্গে কাজ করে মুগ্ধ। আশা করি সবার ঈদ ইনসাফময়।”
ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷ আসন্ন ঈদে এই সিনেমাটি ২০ থেকে ২৫ টি সিনেমা হলে মুক্তির পেতে পারে৷
এনএইচ