অনন্ত জলিলের স্ত্রী আমাকে চেনেন না, বিষয়টি খারাপ লেগেছে : নাজমি জান্নাত
চলতি মাসের শুরুর দিকে চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়ান মডেল নাজমি জান্নাত। সেই মুহূর্তে পাশেই দাঁড়িয়ে ছিলেন নায়কের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। আর এ ঘটনায় বর্ষা অভিমান করেছিল- এমনটিই উঠে আসে সংবাদমাধ্যমে।
এরপর ঘটনাটি নিয়ে এমন সংবাদ প্রকাশে ক্ষুব্ধও হন বর্ষা। আদতে বর্ষা এমন কিছু ভাবেননি বলে দাবি করেন। এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন বর্ষা। সেখানে চিত্রনায়িকা দাবি করেন, সেই মডেল নাজমি জান্নাতকে চেনেন না তিনি। সেই পোস্টে বর্ষা লিখেছিলেন, ‘মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দুজন কেউ চিনি না।’
বিজ্ঞাপন
এবার বর্ষার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন সেই মডেল নাজমি জান্নাত। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নানা আক্ষেপের কথা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মডেল নাজমি জান্নাত বলেন, ‘অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন। উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওই মেয়েটা নিজে থেকেই আসে কেক খাওয়াতে, আমরা চিনি না। ব্যাপারটা হলো যে প্রথমে আমি ওরকমটা অনুভব করিনি, স্টেজে যাওয়ার পর আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘটেছিল, তখন আমার কাছে নরমাল লেগেছে। আমি অনেক জায়গায় বলেছিও সেটা।’
নাজমি বলেন, ‘খারাপ যে জায়গাটাতে লেগেছে, উনি স্ট্যাটাস দিয়েছেন, “যে আমরা চিনি না”। তো ওই ব্যাপারটাই গায়ে লেগেছে। অথচ ওই মেয়েটাই আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সিইও ছিলাম।’
বর্ষার ওপর খানিক ক্ষোভ প্রকাশ করে নাজমি আরও বলেন, ‘সেখানে মাইকে এনাউন্স করেও আমাকে স্টেজে ডাকা হয়েছি, হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল, এগুলো দেখার পরও যদি উনি না জানে আমি কে ছিলাম, আপনি কার সাথে স্টেজে আসছেন, সেটাও জানেন না- তাহলে বিষয়টা দুঃখের। আমার অনুরোধ, এরপর যখন কেউ প্রোগ্রামে যাবেন, তখন তারা যেন জেনে নেয় তারা কার সাথে স্টেজে উঠছে।’
ডিএ