রণবীর সিংয়ের পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর শুটিং চলাকালিনন সেট থেকে একটি দৃশ্য ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা উড়ছে। আর এতেই চরম বিতর্কে জড়িয়েছেন এই বলিউড অভিনেতা।

সম্প্রতি পেহেলগামে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান নিয়ে রয়েছে ভারতজুড়ে ক্ষোভ। এতে এমন দৃশ্য দেখে ক্ষুব্ধ একাংশ। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে— ‘সেটে পাকিস্তানের পতাকা কেন?’ কেউ কেউ রণবীরকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন।

তবে ধারণা করা হচ্ছে, ছবির চিত্রনাট্যের প্রয়োজনে এই পতাকা ব্যবহার করা হয়েছে। কারণ, ‘ধুরন্ধর’ একটি বাস্তব ঘটনাভিত্তিক ছবি, যেখানে শোনা যাচ্ছে রণবীর সিং অভিনয় করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রেরণায় তৈরি চরিত্রে। গল্পের পটভূমি পাকিস্তানে ভারতীয় গুপ্তচরদের সাহসী অভিযান ঘিরেই।

এদিকে পাকিস্তান নিয়ে কোনোভাবেই বিতর্ক থামছে না। কারণ, পাকিস্তানি শিল্পীদের নিয়ে আগেও বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, যার জেরে তার ছবি ‘সর্দারজি থ্রি’ ভারতে মুক্তি পায়নি। সেখানে কোনো বলি তারকার পাকিস্তানের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত হতে দেখলেই তাকে এক হাত নিচ্ছেন ভারতীয়রা।

এদিকে করোনা পরবর্তী সময়ে রণবীরের ফিল্মি ক্যারিয়ারেও জোয়ার নেই। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’— কোনো ছবিই সাফল্য পায়নি। ‘রকি অউর রানি’ কিছুটা ঘুরে দাঁড়ালেও শাহরুখ, সালমান, সানি দেওল বা রণবীর কাপুরদের মতো সাফল্য ছুঁতে পারেননি।

ডিএ