ওপার বাংলার অভিনেত্রী শোলাঙ্কি রায়। টেলিভিশন দিয়েই দর্শকদের কাছে পরিচিতি পেলেও পরবর্তীতে সিনেমা ও সিরিজেও দর্শকদের মন জয় করেছেন তিনি। ছোটপর্দার দর্শক সবসময়ই তাকে আবারও ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে থাকেন। 

ভক্ত-অনুরাগীরা জানতে চান, কবে তিনি ফিরবেন ছোটপর্দায়? নেটিজেনদের মাঝে গুঞ্জন ছিল, সান বাংলার নতুন একটি ধারাবাহিকে নাকি দেখা যাবে তাকে। সত্যিই কি তাই?

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শোলাঙ্কি রায় বলেন, ‘এই মুহূর্তে আমি টেলিভিশনে ফিরছি না।’ তবে দর্শকদের জন্য একটি দারুণ খবর দিয়েছেন এই অভিনেত্রী। তিনি সান বাংলার ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে অতিথি হিসেবে থাকছেন। 

সেখানে একটি অনুষ্ঠানে তার বিশেষ পারফরম্যান্স রয়েছে বলেও জানিয়েছেন তিনি।দর্শক যে তাকে আবারও টেলিভিশনে দেখতে চান, তা অজানা নয় শোলাঙ্কির। ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে লাহিড়ী বাড়িতে তার আগমনের খবর শুনেই অনেকের মনে হয়েছিল, এবার হয়তো এই ধারাবাহিকেই তিনি নিয়মিত অভিনয় করবেন।

যদিও শোলাঙ্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে নিয়মিত কোনো ধারাবাহিকে ফেরার সম্ভাবনা নেই তার। বর্তমানে শোলাঙ্কি রায় সৌম্যজিৎ আদকের ছবি 'টেক কেয়ার ভালোবাসা'-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। 

এমআইকে