ভারতীয় অভিনেতা সঞ্চারী বিজয়

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা সঞ্চারী বিজয়। জাতীয় পুরস্কারজয়ী দক্ষিণী অভিনেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন তিনি। হাসপাতালের বরাত দিয়ে খবরে বলা হয়েছে,  অভিনেতার মাথার ডান দিকে আঘাত লেগেছে। সেখানে রক্তক্ষরণ হচ্ছিল। 

রোববার (১৩ জুন) তার অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে সঞ্চারী বিজয় আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন। ৪৮ ঘণ্টা না গেলে চিকিৎসকরা কিছুই বলতে পারছেন না।

এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে বন্ধুর বাড়ি থেকে বাইকে করে ফিরছিলেন সঞ্চারী। ফেরার পথে ব্যানারঘাটা রোডে এ দুর্ঘটনা ঘটে। 

২০১১ সালে ‘রঙ্গাপ্পা হোগবিত্না’ ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন সঞ্চারী বিজয়। পরে দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘নান্নু আভানাল্লা’ নামে একটি ছবিতে রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পান তিনি। গত বছর তাকে দেখা গিয়েছে ‘অ্যাক্ট ১৯৭৮’ ছবিতে।

এইচকে