শুভশ্রীকে পাশে নিয়ে প্রেমিকা রুক্মিণীর নামে পূজা দিলেন দেব!
সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ‘ধূমকেতু’। সিনেমা মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন এই তারকা জুটি।
আর সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন
মন্দিরে পুজা দিতে বসে দেবকে জিজ্ঞাসা করা হয়— কার কার নামে পুজো দিতে চান? দেব একে একে মায়ের, বাবার, দিদির নাম বলেন। সবশেষে নিজের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামও বলেন।
এমনকি গোত্র জানতে চাইলে অভিনেতা হাসিমুখে উত্তর দেন, “গোত্র মা জানেন”। পাশে বসা শুভশ্রীও এই ঘটনায় হাসি চাপতে পারেননি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও কিছু বলে দেন তিনি।
বিজ্ঞাপন
প্রাক্তনকে পাশে বসিয়ে বর্তমান প্রেমিকার নামে পূজা দেওয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বিভিন্ন মজার মজার মন্তব্য করছেন।
আরও পড়ুন
শুধু এই মুহূর্তই নয়— মন্দিরে দেব-শুভশ্রীর প্রতিটি ভিডিও যেন ‘হট কেক’। কোথাও তাদের একসঙ্গে ধূপ-বাতি দিতে দেখা গেছে, কোথাও ভিড় ঠেলে শুভশ্রীকে আগলে গাড়িতে তুলছেন দেব। আবার ছাদের প্রান্তে দাঁড়িয়ে দু’জনকে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানাতেও দেখা গেছে।
Rukmini Maitrar name e pujo dilen dev
Posted by Tolly-Vision on Wednesday, August 13, 2025
সব মিলিয়ে ‘ধূমকেতু’ মুক্তির আগেই দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যা জমিয়ে উপভোগ করছেন ভক্তরাও।
এনএইচ