মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কন্নড় অভিনেতা
মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্চারি বিজয়। সোমবার (১৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এর আগে গত শনিবার (১২ মে) মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা সঞ্চারি বিজয়। তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি।
বিজ্ঞাপন
এরপর গত রোববার (১৩ জুন) সঞ্চারির সার্জারি করা হয়। ২ দিন ধরে তাকে রাখা হয় নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। কন্নড়ের মৃত্যুতে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
সঞ্চারির ভাই সিদ্ধেশ কুমার গণমাধ্যমে জানান, পরিবারের পক্ষ থেকে অভিনেতার শরীরের বিভিন্ন অঙ্গ দান করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১১ সালে ‘রঙ্গাপ্পা হোগবিটনা’ সিনেমার মধ্য দিয়ে পড় পর্দায় অভিষেক সঞ্চারি বিজয়ের। বহুল সমালোচিত ‘নান্নু অভানাল্লা’য় ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আরও রয়েছে 'নতিচরমী', ‘চিরু’, ‘সিঙ্গরা’, ‘আম্মা আই লাভ ইউ’, ‘আটাগারা’ প্রভৃতি।
আরআইজে