‘শিরোনামহীন’ ছেড়ে ২০১৭ সালে ‘আভাস’ ব্যান্ড গড়েন তানযীর তুহিন। এখন পর্যন্ত বছরে একটি করে গান প্রকাশ করেছে তারা। ১৬ জানুয়ারি প্রকাশ হতে যাচ্ছে তাদের চতুর্থ গান ‘অনাথ’। 

যমুনা ফিউচার পার্কে ছোট পরিসরে এক আয়োজনের মাধ্যমে গানটি প্রকাশ হবে। সেখানেই গানটি ইউটিউবে উন্মুক্ত করা হবে। এছাড়া অনুষ্ঠানে কয়েকটি গান করবেন ব্যান্ডটি। এছাড়া স্মারক হিসেবে দেওয়া হবে টিশার্ট। গানটির অ্যানিমেশন মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। প্লাটফর্ম নামে এক প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে।

জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর সাবেক ভোকালিস্ট তুহিন। সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ব্যান্ড ত্যাগ করেন তিনি। পরবর্তীতে এ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। ‘শিরোনামহী ‘ ত্যাগের পর তুহীন ‘আভাস’ ব্যান্ডের হয়ে শিরোনামহীনের গানগুলি বিভিন্ন সরাসরি অনুষ্ঠানে পরিবেশন করতে থাকেন। 

২০১৯ সালে কপিরাইট আইন অগ্রাহ্য করে তুহিন পরিবেশনা অব্যহত রাখলে ‘শিরোনামহীন’ আদালতে অভিযোগ জানায়। ফলে আদালত তুহীন ও তার ব্যান্ড আভাসকে শিরোনামহীনের গান পরিবেশনে আইনগত নিষেধাজ্ঞা জারি করে। 

২০১৭ সালে তানযীর তুহিন ‘আভাস’ ব্যান্ড গড়েন। তাদের বর্তমান সদস্য তুহিন (কণ্ঠ), রাজু শেখ (বেস), সুমন মনজুরুল (লিড), রিঙ্কু ইমাম (ড্রাম) শাওন কাইয়্যুম (কিবোর্ড)। ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দলটি তাদের প্রথম সরাসরি পরিবেশনায় অংশ নেয়।

এখন পর্যন্ত তিনটি গান প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। গানগুলো ‘মানুষ’, ‘আভাস’ ও ‘বাস্তব’। 

এমআরএম