ওপার বাংলার দুই মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। সাধারণত, একই সময় মুক্তিপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে দুই নায়কের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ লক্ষ্য করা যায় কিন্তু প্রসেনজিৎ সেই ধারার বাইরে এসে দেবের নতুন সিনেমা ‘রঘু ডাকাত’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলেন।

 একই সঙ্গে তার নিজের সিনেমা ‘দেবী চৌধুরানী’ও পূজাতে মুক্তি পেতে চলেছে। শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু উপস্থিতই ছিলেন না, তিনি দেবকে ‘ছোট ভাই’ হিসেবে উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, ‘রঘু ডাকাত শুধু দেবের ছবি নয়, এটা আমাদের সবার ছবি। আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি। ব্যক্তিগতভাবে আমার পথচলার ৪২ বছর।’

দেবকে ছোট ভাই উল্লেখ করে প্রসেনজিৎ আরও বলেন, ‘কিন্তু আমি আজ এখানে এসেছি দুজন মানুষের জন্য। একজন আমার ছোট ভাই দেব। তার সিনেমা আগামী ৩০ বছরও যেন দর্শকদের একইভাবে আনন্দ দিতে পারে।’

এই অনুষ্ঠানে বাংলা সিনেমার প্রতি প্রসেনজিতের ভালোবাসা এবং সমর্থন স্পষ্ট হয়ে ওঠে। তার কথায়, ‘পূজাতে চারটি বাংলা ছবি আসছে। আপনারা সব কটি ছবিই দেখবেন। বাংলা ছবি যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।’

এমআইকে