ফিলিস্তিনের পতাকা হাতে ‘গানস এন রোজেস’, কনসার্টে যুদ্ধবিরোধী বার্তা
গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে যখন সমালোচনা, তখন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাল জনপ্রিয় মার্কিন হার্ড রক ব্যান্ড ‘গানস এন' রোজেস’। সম্প্রতি কলম্বিয়ার কনসার্টে ব্যান্ডের প্রধান গায়ক অ্যাক্সেল রোজ ফিলিস্তিনের একটি পতাকা উঁচিয়ে ধরে যুদ্ধবিরোধী বার্তা দেন; যা নিয়ে ভক্তদের ভালোবাসায় ভরে উঠছে ব্যান্ডদলটি।
গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সংস্কৃতি অঙ্গনের অসংখ্য শিল্পী সরব হয়েছেন। ইতোমধ্যে হাজারেরও বেশি আন্তর্জাতিক শিল্পী ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি ও মানবিক বার্তা পাঠিয়েছেন। এমন সময়ে সে তালিকায় যুক্ত হলো বিশ্বখ্যাত ব্যান্ড ‘গানস এন' রোজেস’।
বিজ্ঞাপন
গত ৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে কলম্বিয়ার বোগোটার এসটাডিও এল ক্যাম্পিন স্টেডিয়ামে ব্যান্ডটির কনসার্ট ছিল। এ সময় প্রধান গায়ক অ্যাক্সেল রোজ মঞ্চে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নিয়ে গাজায় যুদ্ধ বন্ধের প্রতি সংহতি প্রকাশ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যান্ডের যুদ্ধবিরোধী ক্লাসিক গান ‘সিভিল ওয়ার’ পরিবেশনের সময় অ্যাক্সেল রোজ এই প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় মঞ্চে বিশ্বখ্যাত গিটারিস্ট স্ল্যাশকেও পারফর্ম করতে দেখা যায়। গান চলার একপর্যায়ে তিনি শ্রোতাদের একজনের কাছ থেকে ফিলিস্তিনের পতাকাটি নেন এবং মঞ্চে সকলের সামনে উঁচিয়ে ধরেন। পতাকাটিতে লেখা ছিল, "I DON’T NEED YOUR CIVIL WAR" অর্থাৎ, ‘আমার তোমাদের গৃহযুদ্ধের প্রয়োজন নেই।’
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গান শেষে অ্যাক্সেল রোজ পতাকাটি নিজের শরীরে জড়িয়ে নেন এবং শ্রোতা-দর্শকের সামনে সে অবস্থাতেই কুর্ণিশ করেন। জানা গেছে, তিনি পতাকাটিতে স্বাক্ষর করে সেই শ্রোতাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন। বলা বাহুল্য, গায়কের এই সমর্থনের প্রতি শ্রোতারাও সাদরে সাড়া দেন, ফলে কনসার্টে কলরব ও উল্লাস বেড়ে যায়।
এদিকে, বোগোটার এই কনসার্টটির মাধ্যমেই গানস এন' রোজেসের দক্ষিণ আমেরিকান সফর শুরু হলো। এরই মধ্যে রক তারকার এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে বিশ্বব্যাপী আলোচনায় এসেছে।
ডিএ