‘রুনা-জয়া এভাবে ছবি না তুললেও পারেন’
অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা নতুন নয়। এবার তাদের কিছু ছবিকে ঘিরে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী ফারজানা চুমকি। একটি ইউটিউব অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।
সাক্ষাৎকারে নিজের শারীরিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ফারজানা চুমকি বলেন, ‘ওজন বেড়ে যাওয়ার কারণে আমি ফটোশুট করিনি। কাজ করেছি, কিন্তু ক্যামেরার সামনে আলাদা করে ফটোশুট করার মানসিকতা তখন ছিল না।’
বিজ্ঞাপন
এ সময় উপস্থাপক ওজন কমানোর প্রসঙ্গে উদাহরণ হিসেবে অভিনেত্রী রুনা খান-এর নাম উল্লেখ করেন। উত্তরে চুমকি বলেন, ‘রুনা খানের বিষয়টা আলাদা। উনি খুব ডেডিকেটেড ছিলেন। ওনার লক্ষ্যই ছিল ওজন কমানো, নিজেকে ফিট করা এবং ফটোশুট করা। আমার মধ্যে সেই রকম চেষ্টা ছিল না, তাই আমি পারিনি।’
তিনি আরও জানান, বয়স ও পারিবারিক বাস্তবতাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বলেন, ‘আমার বয়স হয়েছে, ছেলে বড় হয়েছে। আমি যদি ফটোশুট করি, সেটা আমার মতো করেই করব।’
বিজ্ঞাপন
জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়েও নিজের অনুভূতি জানান ফারজানা চুমকি। তার ভাষায়, ‘আমি রুনা খানের ওপর ঈর্ষান্বিত নই। তবে কিছু ছবি দেখলে মনে হয়; এগুলো না করলেও পারতেন। আমি ওনার অভিনয়ের বড় ভক্ত।’
এ প্রসঙ্গে জয়া আহসান-কে নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ‘জয়া আপার অনেক ছবি খুব সুন্দর লাগে, আবার কিছু ছবি দেখে ভালো লাগে না। আমরা জয়া আপাকে সাধারণত শালীন একটি ইমেজে দেখে অভ্যস্ত। তাই হঠাৎ কিছু ভিন্নধর্মী ছবি দেখলে সেটি আমাদের কাছে একটু ধাক্কার মতো লাগে।’
উল্লেখ্য, জয়া আহসান ও রুনা খান দুজনই অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয়। তাদের ফটোশুট ও অনলাইন উপস্থিতি প্রায়ই আলোচনার জন্ম দেয়, যা নিয়ে বিনোদন অঙ্গনে ভিন্ন ভিন্ন মতামত উঠে আসে।
এদিকে চুমকির এই সাক্ষাৎকারের বক্তব্যকে অনেকে অতিরঞ্জিত করেও মন্তব্যও করেছেন সামাজিক মাধ্যমে। তা নজরে আসে অভিনেত্রীর। সেখানে চুমকির বক্তব্যকে বিকৃত করে উল্লেখ করা হয়, ’জয়া আহসান আর রুনা খানকে নিয়ে ফারজানা চুমকি বললেন, এই আপুরা এই বয়সে এগুলা কেন করেন বুঝিনা।’
এ নিয়ে এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন চুমকি। লেখেন, আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি। জয়া আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। রুনা আমার ছোট বোনের মতো ওর অভিনয় এর ভক্ত আমি। কাউকে আমি ছোট করে কথা বলি নি। আপনারা কেন এভাবে লেখেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
ডিএ