কলকাতা যুবভারতীতে তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ঘটনা এখনও ফুটবলপ্রেমীদের হৃদয়ে দগদগে। ঠিক সেই টানাপোড়েনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুনে ঘি ঢেলেছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলীর ছবি। মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে তোলা সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়তেই সমালোচনার কেন্দ্রে চলে আসেন এই অভিনেত্রী। 

সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত বিতর্কের জবাব দিলেন শুভশ্রী। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানান, ‘G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় সেখানে আমন্ত্রিত ছিলাম।’

তার কথায়, ‘আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই। নির্ধারিত সময়ে আমরা মেসির সঙ্গে দেখা করি এবং ছবিও তুলি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ওদের পিআর টিমের পক্ষ থেকে আমাকে যুবভারতীতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, আমি গেলে ওদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল, আমরা সেখানেই অপেক্ষা করছিলাম।’

শুভশ্রীর ভাষ্যমতে, ‘যে সময়ে ছবিগুলো পোস্ট করা হয়েছে, নেটওয়ার্কের সমস্যার জন্য সেই মুহূর্তে তা পোস্ট হয়নি। কারণ, ক্রীড়াঙ্গনে জ্যামার লাগানো ছিল। মেসি ক্রীড়াঙ্গনে ঢোকেন সাড়ে ১১টা নাগাদ। তাকে নিয়ে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে আমার ছবিগুলো কিছু সময় পর দেরিতে পোস্ট হয়। আর সেটাই দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ে। এরপরই আমাকে নিয়ে ট্রোলিং শুরু হয়। আমাকে প্রোপাগান্ডা এবং অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কেউ কি বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও ছিলাম?’

এমআইকে