রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
প্রকাশ্যে এল নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক। সম্প্রতি নির্মাতা তার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নির্মাতা গণমাধ্যমে জানিয়েছেন, সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এর টিজার।
বিজ্ঞাপন
গল্পপটে, দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘রঙবাজার’। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এদের মধ্যে পিয়া জান্নাতুলকে দেখা যাবে একজন নায়িকার চরিত্রে। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে।
বিজ্ঞাপন
তামজিদ অতুলের মূল ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমাটি এখন এখন শুধু মুক্তির অপেক্ষায়।
ডিএ