দুই যুগেরও বেশি সময় ধরে গান করছেন চন্দন সিনহা। উপহার দিয়েছেন ‘আমি নিঃস্ব হয়ে যাব’সহ কিছু জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী এবার গান শোনাবেন বিটিভির বিশেষ একক সংগীতানুষ্ঠান 'আমার যত গান'-এ। আগামী ২৮ জুন (সোমবার) রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

যেখানে নিজের গাওয়া ৮টি মৌলিক গান শোনাবেন চন্দন সিনহা। গানগুলো হলো-‘তোমাকে চাই এ বসন্তে’, ‘যদি ফুলের মত জীবন ঝরে যায়’, ‘তোমাকে যে কথা আমি বলতে চাই’, ‘তুমি বিশ্বাস কর না কর’, ‘তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা’, ‘ঠিকানাবিহীন তোমাকে খুঁজব কোথায়’, ‘তুমি আমি চলো না’ এবং ‘আমি নিঃস্ব হয়ে যাব’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

উল্লেখ্য, চট্টগ্রামের ছেলে চন্দন সিনহা সাংস্কৃতিক আবহেই বড় হন। তার স্বপ্ন ছিল মুম্বাইতে গান করার। সেজন্য বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়ায় ফিরে আসেন দেশে। সখ্য হয় প্রয়াত পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তার বেশির ভাগ নাটক বা সিনেমায় পুরুষ কণ্ঠ হিসেবে ছিল চন্দন সিনহার কণ্ঠ। এর বাইরেও অনেক শ্রোতা নন্দিত গান উপহার দিয়েছেন এই গায়ক।

আরআইজে