বিনোদন অঙ্গনে দেশি মেধা ও বৈশ্বিক সংস্কৃতির মিতালি
চোখের পলকেই ক্যালেন্ডার থেকে বিদায় নিতে চলেছে ২০২৫ সাল। আর মাত্র কয়েক দিন পর নতুন বছর ২০২৬-কে বরণ করবে বিশ্ব। চলতি বছরের বিনোদন সংবাদ প্রবাহ বিশ্লেষণ করলে বাংলাদেশের বিনোদন জগতের এক বহুমাত্রিক ও বিবর্তনশীল চিত্র ফুটে ওঠে।
এই সময়কালটি কেবল চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্য বা ব্যর্থতার বছর ছিল না, বরং এটি ছিল ওটিটি প্ল্যাটফর্মের একচ্ছত্র আধিপত্য বিস্তার, আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় মেধার স্বীকৃতি এবং সামাজিক-রাজনৈতিক পটপরিবর্তনের সাথে বিনোদন জগতের গভীর মিতালির এক সন্ধিক্ষণ।
বিজ্ঞাপন
ঢালিউড, বলিউডের পাশাপাশি ললিউডও বাংলাদেশি তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সৃষ্ট নতুন সামাজিক চেতনার প্রতিফলন লক্ষ্য করা গেছে।
ঢালিউড
মেগাস্টারদের দাপট ও নতুন ধারার সংঘাত ২০২৫ সালে ঢালিউড এক রূপান্তরের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাকিব খান। ঈদ-উল-ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ঢালিউডের বাণিজ্যিক গতিপ্রকৃতি নির্ধারণ করেছে। শাকিব অভিনীত দুটি ভিন্নধর্মী সিনেমা মুক্তি পায়- ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। এই দুটি সিনেমার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, বাংলাদেশের সিনেমা বাজারে বর্তমানে কেবল তারকাসমৃদ্ধ সিনেমা হলেই চলে না, বরং তার সাথে শক্তিশালী বিপণন ও সঠিক সময়ের সমন্বয় অপরিহার্য।
বিজ্ঞাপন
‘বরবাদ’ সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায় এবং ‘সুপারহিট’ তকমা অর্জন করে। সিনেমাটির অ্যাকশনধর্মী গল্প এবং শাকিব খানের আধুনিক লুকে দর্শক যেমন মুগ্ধ হয়েছিল, তেমনি এর গানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। এর বিপরীতে, ‘অন্তরাত্মা’ সিনেমাটি শৈল্পিক গুণাগুণ সমৃদ্ধ হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয়। এটি প্রযোজকদের জন্য একটি বড় শিক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে যে, ভালো কন্টেন্ট থাকলেও সঠিক প্রচার ছাড়া ব্যবসায়িক সফলতা অনিশ্চিত।
আফরান নিশোর রাজকীয় অভিষেক ও নতুন জুটির সমীকরণ ছোট পর্দা ও ওটিটির বরপুত্র আফরান নিশোর বড় পর্দায় প্রত্যাবর্তনের খবরটি ২০২৫ সালের অন্যতম প্রধান সংবাদ ছিল। ৩০ অক্টোবর রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হয়। এই সিনেমায় প্রথমবারের মতো নিশোর সাথে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা পূজা চেরি। সৌদি আরব বা জর্ডানের পরিবর্তে কাজাখাস্তানে শুটিং করার সিদ্ধান্তটি সিনেমার ক্যানভাসকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দেয়। নিশো ও পূজা চেরির এই নতুন জুটি ঢালিউডে কতটুকু প্রভাব ফেলে, তা দেখার জন্য দর্শকরা আগামী বছরের রোজার ঈদ পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও রটারড্যাম জয় ২০২২ সালে ‘হাওয়া’র অভাবনীয় সাফল্যের পর মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। ১৭ ডিসেম্বর বিজয় দিবসের রেশ কাটতে না কাটতেই ছবিটির ট্রেলার প্রকাশ পায়। রহস্যময় আবহ এবং ধূসর রঙের আধিপত্য ট্রেলারটিকে এক গভীর সিনেমাটিক অভিজ্ঞতা দান করেছে। ‘রইদ’ ইতোমধ্যে রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে।
নাজিফা তুষির বিষণ্ণ লুক এবং মোস্তাফিজুর নূর ইমরানের ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার সিনেমাটিকে মালয়ালম আর্ট ফিল্মের উচ্চতায় নিয়ে গেছে। এটি প্রমাণ করে যে, বাংলাদেশের নির্মাতারা এখন বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখে কনটেন্ট তৈরি করছেন। চলচ্চিত্রটির প্রতিটি পরতে পরতে মিশে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের ক্যানভাসে আঁকা সেই চিরচেনা গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি।
ওটিটির রাজত্ব
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ও তুর্কি জোয়ার। ২০২৩ সালের অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ৩০ মার্চ চরকি ঘোষণা দেয় যে, এটি চাঁদ রাতে মুক্তি পাবে। ৪০০ কোটি টাকার রহস্য এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপে নাসির উদ্দিন খানের অনবদ্য অভিনয় এই সিরিজটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে নতুন চরিত্র ‘দিশা’ হিসেবে জেফার রহমানের অন্তর্ভুক্তি সিরিজে নতুন চমক যোগ করেছে।
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম টফিতে ‘কুরুলুস ওসমান’ সিজন ৬-এর বাংলা ডাবিং ডমেস্টিক ওটিটি বাজারে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় এই ঐতিহাসিক সিরিজের স্থানীয়করণ দেশীয় দর্শকদের একটি বড় অংশকে ওটিটি মুখী করেছে, যা স্থানীয় নির্মাতাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানি নাটকের আধিপত্য ও সাংস্কৃতিক সংযোগ। ২০২৫ সালে বাংলাদেশের ডিজিটাল বিনোদনের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রেখেছিল পাকিস্তানি নাটক। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ স্থানগুলোতে ‘মিম সে মহব্বত’, ‘ইশক মুরশিদ’, ‘সুন মেরে দিল’ এবং ‘নূর বানো’র মতো নাটকগুলো আধিপত্য বিস্তার করেছে।
বিশেষ করে ‘ইক্তিদার’ নাটকের ওএসটি (OST) দর্শকদের প্লে-লিস্টে রাজত্ব করেছে। এ বছর হানিয়া আমির এবং আহাদ রাজা মীরের মতো পাকিস্তানি তারকাদের বাংলাদেশ সফর ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
বলিউড ও আন্তর্জাতিক অঙ্গন
শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার দক্ষিণ এশীয় সিনেমার ইতিহাসে ২০২৫ সালটি মাইলফলক হয়ে থাকবে। বলিউড বাদশা শাহরুখ খান তার ৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ‘জওয়ান’ সিনেমার জন্য।
একই অনুষ্ঠানে রানী মুখার্জি সেরা অভিনেত্রীর পুরস্কার পান। মালায়লাম কিংবদন্তি মোহনলালকে ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করার ইঙ্গিত দিয়েছে।
বলিউডের 'হি-ম্যান' খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু বিশ্ব চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। ৮৯ বছর বয়সে ২৪ নভেম্বর তার মৃত্যুতে শাহরুখ খানসহ বলিউডের সব শীর্ষ তারকা শোকস্তব্ধ হয়ে পড়েন।
সংগীত
নজরুলের গান ও রুনা লায়লার ৬০ বছর সংগীতের আঙিনায় ২০২৫ সাল ছিল ঐতিহ্যের পুনরুদ্ধারের বছর। ৩০ মে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘নজরুল কনসার্ট’ দেশের ১০টি শীর্ষ ব্যান্ডের অংশগ্রহণে নতুন প্রাণ পায়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে এই আয়োজন নজরুলের গানকে তরুণ প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছে।
অন্যদিকে, সংগীত জীবনের ৬০ বছর পূর্তি এবং ৭২তম জন্মদিনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হয়। ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়ে তিনি যেভাবে তিন দেশের আইকন হয়ে উঠেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
এমআইকে