দেখতে দেখতে চলেই যাচ্ছে ২০২৫। বছরটিতে শোবিজ অঙ্গনে যেমন প্রেম-পরিণয়ের গল্প বুনেছেন তারকারা, তেমনি ঘর ভাঙার ঘটনাও ঘটেছে। সারা বিশ্বের নানা ইন্ডাস্ট্রিজের তারকাদের নিরিখে তালিকাটি বেশ লম্বা হলেও বছরজুড়ে আলোচনায় ছিল বেশ কিছু বিচ্ছেদের খবর। প্রতিবেদনটির মূল বিষয় শুরু করা যাক দেশের শোবিজ অঙ্গনের বিচ্ছেদের খবর দিয়েই; যা ২০২৫ জুড়ে ছিল আলোচনায়।    

দিলশাদ নাহার কণা

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা চলতি বছর তার দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনেছেন। ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।

হৃদয় খান

সংগীতশিল্পী হৃদয় খান তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবরটি জানান গত ১৯ ফেব্রুয়ারি। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই শিল্পী।

রাশেদ মামুন অপু

অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে আসলে ছয় বছর আগেই, তবে বিষয়টি এতকাল অগোচরে ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্যিটি সামনে আসে।

দেশের অন্দরের তালিকা খুব বেশি লম্বা নয়। তাই এবার একটু আশেপাশে তাকানো যাক। ওপার বাংলার বিনোদন জগতে তেমন কোনো আলোচিত বিচ্ছেদের খবর না এলেও বলিউডে কিছু বিচ্ছেদের খবর শোনা গেছে। 

ধনশ্রী ভার্মা

ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সংসার ভেঙেছে চলতি বছরের মার্চ মাসে। ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ চাহালের সঙ্গে ২০২০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বিচ্ছেদের আগে তারা প্রায় ১৮ মাস আলাদা ছিলেন বলে জানা যায়।

তামান্না ভাটিয়া

২০২৩ সাল থেকে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেম শুরু হয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও বি-টাউনের অন্যতম চর্চিত জুটি ছিলেন তারা। কিন্তু চলতি বছরের শুরুর দিকেই তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন, পরে জানা যায়, কোনো তিক্ততা ছাড়াই তারা একে অপরের থেকে আলাদা হয়েছেন।

ঢালিউড-বলিউডে সে হিসেবে বিচ্ছেদের খবর তেমন না থাকলেও হলিউড কিংবা পশ্চিমা বিনোদন অঙ্গনে বিচ্ছেদ বিষয়টি যেন এক নিয়মিত চর্চা; যার লম্বা তালিকাই বলে দেবে এর বাস্তবতা। যদিওবা ম্যারিটাল ডিভোর্স তাদের ক্ষেত্রে কম; যেটি হয়- সম্পর্কের 'ব্রেকআপ', আর একেই বিচ্ছেদ বলে ধারণ করেন তারা। 

কেটি পেরি

দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর ২০২৫ সালের মাঝামাঝিতে বিচ্ছেদের ঘোষণা দেন মার্কিন পপ তারকা কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুম। যদিও তারা বাগদান করেছিলেন কিন্তু আনুষ্ঠানিকভাবে কখনো বিয়ে করেননি। বর্তমানে তারা তাদের কন্যা ডেইজির সহ-অভিভাবক হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১২ সালে রাসেল ব্র্যান্ডের সাথে কেটি পেরির বিবাহবিচ্ছেদ হয়েছিল। বর্তমানে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে আছেন এই তারকা।

ক্রিস মার্টিন

দীর্ঘদিনের সম্পর্কের পর বিচ্ছেদের পথে হাঁটেন কোল্ডপ্লে খ্যাত গায়ক ক্রিস মার্টিন। ডাকোটা জনসনের সঙ্গে অনেক আগে থেকেই নড়বড়ে সম্পর্ক ছিল তাদের। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া বাকি ছিল। ডাকোটা তার প্রেমিকা হলেও ক্রিসের আগের পক্ষের সন্তানদের খুব ভালোবাসতেন। সে জন্য ডাকোটা সম্পর্কটি টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

সিডনি সুইনি

দীর্ঘ ৭ বছর একসঙ্গে থাকার পর ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সময়ের জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ক্যারিয়ারের প্রতি অতিরিক্ত মনোযোগী হওয়ায় অভিনেত্রী তার সঙ্গী জোনাথন ড্যাভিনোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন; সম্পর্কের মাঝে সিডনি সুইনি মানসিক চাপে ছিলেন বলেও জানা গেছে।

পাকিস্তানের তারকা অঙ্গনেও রয়েছে বিচ্ছেদের গল্প। বাংলাদেশের অনেক দর্শকেরাই তাদের চিনলেও ব্যক্তিগত জীবন সম্পর্কে হয়তো খুবই কম জানেন। প্রেম ভাঙাকে তারা বিচ্ছেদ বলে না ঠিকই, বিবাহবিচ্ছেদই তাদের কাছে ‘বিচ্ছেদ’।

সাবান উমাইস ও আবির আসাদ খান 

বিয়ের মাত্র সাত মাসের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পাকিস্তানের তারকা দম্পতি সাবান উমাইস ও আবির আসাদ খান। গত সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে এক বার্তার মাধ্যমে বিচ্ছেদের এই ঘোষণা দেন সাবান উমাইস। এত দ্রুত তাদের এই পরিণতির খবরে অবাক হয়েছেন দুই তারকার ভক্তরা।

ডিএ