এ আর রহমানের কনসার্ট স্থগিত
দীর্ঘ ১৩ বছর পর কলকাতার মঞ্চে ফিরছেন অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান। তবে ভক্তদের সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়ল। আগামী ১১ জানুয়ারি কলকাতায় যে কনসার্ট হওয়ার কথা ছিল তা নির্ধারিত দিনে হচ্ছে না।
আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জানুয়ারি মাসের সেই মেগা অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১১ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কেটেছেন এবং এপ্রিলের অনুষ্ঠানে থাকতে পারবেন না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেইল করে টাকা ফেরতের আবেদন করতে পারবেন দর্শক। হঠাৎ অনুষ্ঠান পিছিয়ে যাওয়া নিয়ে সংগীত মহলে বইছে নানা আলোচনার ঝড়। ভেতরে-ভেতরে গুঞ্জন উঠেছে, কনসার্টের টিকিট বিক্রি আশানুরূপ না হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে আয়োজকদের। তবে অন্য একটি পক্ষ সামনে আনছে নিরাপত্তার প্রশ্ন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন বড় তারকাদের অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং বিশেষ করে ‘মেসি কাণ্ড’র পর সংগীতশিল্পীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। রহমানের মতো বড় মাপের শিল্পী কি সেই ঝুঁকি এড়াতেই অনুষ্ঠান পিছিয়ে দিলেন? এ প্রশ্ন এখন অনেকের মুখে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৬ সালকে কেন্দ্র করে ভারত ও মধ্যপ্রাচ্যে একটি বড় সংগীত সফরের পরিকল্পনা করেছেন এ আর রহমান। সেই তালিকায় আবু ধাবি, চেন্নাই এবং আহমেদাবাদের পাশাপাশি নাম ছিল কলকাতার। দীর্ঘ তেরো বছরের বিরতি ভেঙে কলকাতায় ফেরার বিষয়টি নিশ্চিত থাকলেও, আপাতত সেই সুরের মূর্ছনা শোনার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত।
এমআইকে