মুস্তাফিজকে দলে নেওয়ায় তোপের মুখে শাহরুখ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল এর এবারের আসরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ব্যাপক চাপে রয়েছেন বলিউড কিং ও কলকাতার ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান। ৯ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’কে কেনার পর থেকে ভারতের বিভিন্ন মহলে শাহরুখকে নিয়ে বিতর্ক ও কটাক্ষ শুরু হয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে, শিবসেনার মতো রাজনৈতিক দলগুলো নায়ককে কড়া হুঁশিয়ারি দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মুস্তাফিজকে বিপুল অর্থে দলে নেওয়ায় সামাজিক শাহরুখকে ইতোমধ্যে ‘বিশ্বাসঘাতক’ তকমা সেঁটে দিয়েছেন অনেকে; সমালোচনাকারীদের মধ্যে রয়েছেন ভারতের আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে বিজেপি নেতারা।
বিজ্ঞাপন
এ ঘটনার পর এবার মুস্তাফিজকে সরানোর আল্টিমেটাম দিয়েছে ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে। এক বিবৃতিতে এই নেতা বলেছেন, শাহরুখ যদি সম্মান বাঁচাতে চান তবে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত। তার দাবি, একজন বাংলাদেশি ক্রিকেটার এই দেশ (ভারত) থেকে যে অর্থ উপার্জন করবেন, তা তাদের দেশে ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না।
একের পর এক এমন বিতর্কে কার্যত বিপাকে শাহরুখ খান ও তার দল কলকাতা নাইট রাইডার্স-কেকেআর। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ এও মনে করছেন, এবারের নিলামে মুস্তাফিজকে ৯ কোটিতে কেনায় এমন অস্থিরতা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ডিএ