তৌসিফ-নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, নতুন বছরেই সংসার শুরু!
পারিবারিকভাবে বিয়ে, কিন্তু একে অপরকে ঠিকভাবে বুঝতে পারছেন না। সম্পূর্ণ অজানা-অচেনা একজন মানুষের সঙ্গে বাকি জীবন কাটানো নিয়ে মনে কাজ করছে তীব্র দ্বিধা-দ্বন্দ্ব। ভালোবাসার বন্ধনটা কি আদৌ মজবুত হবে, নাকি সংশয়েই কাটবে জীবন- তৌসিফ ও নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’- এ দেখা যাচ্ছে তা।
গত বছর থেকেই দর্শকদের মাঝে ছিল ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নিয়ে কৌতূহল। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বছরের শুরুতেই সংসার পাতলেন এই জুটি! তবে বাস্তবে নয়, পর্দায়। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে তাদের এই নতুন জীবনের গল্প দেখতে পাচ্ছেন সবাই।
বিজ্ঞাপন
নাটকটি পরিচালনা করেছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে যৌথভাবে নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতাও।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় চরিত্রে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য ও খলিলুর রহমান কাদেরী। এস কে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নাটকটি সিএমভির ব্যানার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রায়ই দর্শকদের বিশেষ কিছু উপহার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সিএমভি তাদের বিশেষ আয়োজন হিসেবে এই নাটকটি প্রকাশ করেছে। মুক্তির পরপরই নাটকটি ইউটিউবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। তৌসিফ-নীহা জুটির নতুন রসায়ন দেখার জন্য ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এই নাটকের মাধ্যমে।
ডিএ