ব্যাচেলরদের হঠাৎ ‘রাজকীয় লেবাস’, ব্যাপার কী?
বছরের শুরুতেই ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের জন্য বড় চমক! মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজনের নতুন আট পর্ব। যেখানে পাশা, কাবিলা ও হাবু ভাইদের মতো ব্যাচেলরদের দেখা গেছে একদম রাজকীয় বেশভূষায়!
নতুন এই পর্বের কিছু লুক প্রকাশ করেছেন নির্মাতা অমি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সেখানে ৫৭ থেকে ৬৪তম মুক্তির ঘোষণা দেওয়া হয়; আর এমন লেবাসে দেখা মেলে চরিত্রগুলোর; যা সামাজিক মাধ্যমে কৌতূহল তৈরি করেছে নেটিজেনদের।
বিজ্ঞাপন
তবে এবারের মূল আকর্ষণ ছিল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার এন্ট্রি। গল্পের ৫৭ থেকে ৬৪তম এই পর্বগুলোতে দেখা যাবে স্পর্শের (অর্চিতা) আগমনে ব্যাচেলরদের জীবনে সৌভাগ্য ফেরে নাকি নতুন কোনো বিপদ দানা বাঁধে।
বিজ্ঞাপন
পাশাপাশি অন্তরা চরিত্রটি নিয়েও দর্শকদের মাঝে চলছে টানটান উত্তেজনা। বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা আর ভালোবাসার কথা মাথায় রেখেই নতুন বছরের উপহার হিসেবে এই চ্যাপ্টারটি আনা হয়েছে। মুক্তির পর থেকে দর্শকদের প্রতিক্রিয়া দেখে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বর্তমানে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে বঙ্গর পর্দায় কোনো বিজ্ঞাপন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ব্যাচেলরদের এই নতুন কাণ্ডকারখানা উপভোগ করতে পারছেন দর্শকরা।
ডিএ