শুরু হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শনী
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের মূল উদ্বোধন অনুষ্ঠিত হলেও, এদিন সকালেই অন্যতম ভেন্যু স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
এ বছর উৎসবের অফিশিয়াল ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫টায় মোট চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশমূল্য ছাড়াই চলচ্চিত্রপ্রেমীরা ছবি দেখার সুযোগ পাচ্ছেন।
শনিবার সকালে স্টামফোর্ড ভেন্যুর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি ছাড়াও জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। উৎসবটি মোট ৯টি বিভাগে বিভক্ত, যার মধ্যে রয়েছে এশিয়ান কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, এবং চিলড্রেনস ফিল্মস-এর মতো গুরুত্বপূর্ণ বিভাগ।
উৎসবের প্রথম দিন স্টামফোর্ড অডিটোরিয়ামে রাশিয়া, অস্ট্রিয়া, কসোভো এবং নেদারল্যান্ডসের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ ১১ জানুয়ারি ভারত, রাশিয়া, চীন ও ইরানের চারটি উল্লেখযোগ্য চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন দর্শকরা।
১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই উৎসব বাংলাদেশে বিশ্বমানের চলচ্চিত্র সংসদ সংস্কৃতি গড়ে তুলতে এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক আসরের।
এমএন