টালিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে অভিনয়ে ক্যারিয়ার গড়েছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি কাজ করছেন কলকাতার সিনেমায়। দর্শকদের কাছ থেকে অসামান্য ভালোবাসা আর বক্স অফিসে সাফল্য; সবই জুটেছে কোয়েলের প্রাপ্তিতে।

কিন্তু জীবনে অভিনেত্রী না হলে কী হতেন কোয়েল মল্লিক? এমনই এক প্রশ্ন করা হয় তাকে। জবাবে কোয়েল বলেন, ‘অভিনেত্রী না হলে আমি অবশ্যই একজন মনোবিদ হতাম।’

করোনা মহামারির কারণে অন্য সবার মতো ঘরবন্দি হয়ে আছেন কোয়েল মল্লিকও। অবসর এই সময়ের বড় একটা অংশ কাটে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ছবি ও পোস্ট শেয়ার করে ভক্তদের সঙ্গে কানেক্টেড থাকেন।

এরই ফাঁকে অংশ নিলেন ইনস্টাগ্রামের একটি প্রশ্নোত্তর পর্বে। যেখানে ভক্তরা কোয়েলকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আর তিনি সেগুলোর উত্তর দিয়েছেন।

এক ভক্ত জিজ্ঞেস করেন, শেষ কবে ফুচকা খেয়েছেন তিনি। হাসতে হাসতে কোয়েল উত্তর দেন, ‘অনেকদিন খাইনি। শেষ ২০১৯ সালে খেয়েছি।’

খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। তাই বাবাকে নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন। তার কাছে জানতে চাওয়া হয়, ‘বাবার কোন কোন ছবিটা সবচেয়ে বেশি প্রিয়?’

জবাবে কোয়েল বলেন, “বাবার সবগুলো ছবি আমার কাছে প্রিয়। তবে ‘শত্রু’ ছবিটা একটু বিশেষ।”

উল্লেখ্য, কোয়েল মল্লিক অভিনীত নতুন সিনেমা ‘ফ্লাইওভার’ মুক্তি পেয়েছে কিছু দিন আগে। এতে তিনি একজন সংবাদ কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। অভিমন্যু মুখার্জি পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন গৌরভ চক্রবর্তী।

 

কেআই/আরআইজে