ঈদে প্রকাশিত শতাধিক নাটকের ভীড়ে সাড়া ফেলেছে মাবরুর রশিদ বান্নাহ নির্মিত 'মায়ের ডাক'। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগ আপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজার হাজার দর্শক। তারা তাদের অনুভূতি লিখছেন কমেন্ট বক্সে।

তিন ভাইয়ের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া, সেই কারণে মায়ের শেষ বয়সে মাকে রেখে বিদেশ পাড়ি জমানো; এমনই গল্পকে কেন্দ্র করে তৈরি ঈদের নাটক 'মায়ের ডাক' এখন বেশ আলোচনায়। আকবর হায়দার মুন্নার গল্পে নাটকটি পরিচালনা করেছেন বান্নাহ।

নাটকটিকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে আছেন তাহসান খান, তৌসিফ মাহবুব, জোভান। আরও রয়েছেন মম, তাসনিয়া ফারিণ এবং কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।

ঈদুল আযহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিক্স। প্রত্যেকেটি কাজ প্রশংসা অর্জন করেছে।

তবে 'মায়ের ডাক' থেকে লাখ লাখ মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। তিনি বলেন, ‘মানুষের প্রশংসা নিতে নিতে আমি ক্লান্ত৷ আনন্দে আমার কয়েকবার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছে, ভুল বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন। বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে যেতে চাইছেন।’

বান্নাহ আরও বলেন, ‘পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে অন্যকে দেখতে সাজেস্ট করছেন। নাটকটি দেখার পর মানুষ স্বেচ্ছায় শেয়ার করছেন। আবেগ মিশ্রিত কথায় ক্যাপশন লিখছেন। ২৩ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।’

আরআইজে