সদ্য শেষ হওয়ার জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তাসকিন আহমেদ। বোলার হয়েও একমাত্র টেস্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয়ের পথ দেখান তিনি। পরে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও তোলেন গতির ঝড়।

এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ডানহাতি পেসারকে গান উৎসর্গ করলেন দেশের জনপ্রিয় র‌্যাপার তৌফিক আহমেদ। গানটির শিরোনাম ‌‘ব্যতিক্রম’। এটির কথা ও সুর করেছেন তৌফিক নিজেই। সংগীতায়োজনে নাবিল হোসেন। ভিডিও নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সার্কেল’।

জানা যায়, দুই বছর আগে গানটির অডিও প্রকাশিত হয় মিশ্র অ্যালবাম ‘দ্য ইন্ডাস্ট্রি- ভলিউম টু’-তে। এবার অদিত রাহমানের মিক্স ও মাস্টারিংয়ে নতুনভাবে এটি ভিডিও আকারে অবমুক্ত হয়েছে।

নতুন করে গানটি প্রকাশ করা প্রসঙ্গে তৌফিক বলেন, ‘গানটির কথায় ফুটে উঠেছে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাসের গল্প। লড়াই করে সকল বাধা অতিক্রম করে, নিজেকে ব্যতিক্রমীভাবে তুলে ধরার এক অনুপ্রেরণামূলক গান এটি। আর সে কারণেই জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদকে এটি উৎসর্গ করেছি। আশা করি আমার ভক্ত-শ্রোতারা পছন্দ করবেন।’

আরআইজে