ছোটবেলা থেকেই পুরুষের আঙুলে আঙুলে বড় হয়েছে চিত্রা। তার জীবনে আসা প্রায় সব পুরুষই তার দিকে আঙুল তুলে তুলে তার জীবন দুর্বিষহ করে তোলে। একদিন হাইওয়েতে চিত্রার কাছে লিফট চায় কবীর। গাড়িতে ঢুকে কবীর চিত্রার বডি পার্ট-এ টাচ করে। হঠাৎ চিত্রা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে কবীরের আঙুল কেটে ফেলে। ঘোষণা দেয়-‘যতবার নারীর ওপর পুরুষের আঙুল উঠবে, সেই আঙুল আমি কেটে ফেলব’। এভাবেই এগিয়েছে শর্টফিল্ম ‘আঙুল’-এর গল্প।

এতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল নাঈম এভ্রিল। কবীর চরিত্রে রয়েছেন ফারহান খান রিও। এছাড়াও আছেন রাইসা, শাহীন মৃধা প্রমুখ। এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে শর্টফিল্মটি। আমরা টানা ৪৮ ঘণ্টা ননস্টপ শুটিং করেছিলাম। এটি দর্শকদের নতুন একটা বার্তা দেবে।’

শর্টফিল্মটি প্রযোজনা করেছে আই থিয়েটার। আই থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও আই থিয়েটার এন্টারটেইনমেন্ট অ্যাপসে এটি দেখা যাচ্ছে।

আরআইজে