আজ বন্ধু দিবস। এ উপলক্ষে বেশ কজন তারকা চিঠি লিখলেন তাদের বন্ধুদের কাছে। তারা তাদের এই চিঠি প্রকাশ করেছেন নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, পেজ এবং ইনস্ট্রাগ্রামে।

এই তারকারা হলেন-অভিনেতা অভিনয়শিল্পী বাপ্পী চৌধুরী, নিবর, আশনা হাবিব ভাবনা, মৌটুসী বিশ্বাস, মনোজ প্রামাণিক এবং সুনেরাহ বিনতে কামাল। এছাড়া লেখক আনিসুল হক এবং সাদাত হোসাইনও এই চিঠি লেখার আয়োজনে অংশ নেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান মনের বন্ধুর উদ্যোগে তারা বন্ধুদের উদ্দেশ্যে এসব চিঠি লেখেন। পাশাপাশি তারা ভক্ত ও ফলোয়ারদের অনুরোধ করেন, করোনা মহামারির এই সময়ে সবাই যেন মানসিক স্বাস্থ্যর দিকে বিশেষ নজর দেয়, যেকোনো সমস্যা বা সংকটে একে অপরের পাশে থাকেন।

তারকারা চিঠিতে তুলে ধরেছেন বন্ধুকে না বলা অনেক কথা। #LetterToThatFriend #MonerBondhu #মনেরবন্ধু হ্যাশ ট্যাগ ব্যবহার করে তারকা নিজে চিঠি লেখার পাশাপাশি ভক্তদেরও অনুরোধ করেছে বন্ধু দিবে চিঠি লেখার জন্য।

তারা ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘কথা বলো, সাহায্য নাও’—বলা হয় যে কোনো রোগের মহামারির সঙ্গে পায়ে পায়ে আরও একটা মহামারি এগিয়ে আসে, তা হলো মানসিক স্বাস্থ্য সমস্যার মহামারি। বহু মানুষ বিষণ্নতায় ভোগে। তাই আমার এই চিঠি সেই বন্ধুদের জন্য, যারা হতাশায় ভুগছে, বেঁচে থাকার স্পৃহা হারিয়ে ফেলেছে। সময়টা এমন, সবাই সবার পাশে থাকা খুব জরুরি। চাইলে সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজ বন্ধু দিবসে চিঠি লিখতে পারেন আপনিও।

এই উদ্যোগ প্রসঙ্গে ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা এবং সিইও তৌহিদা শিরোপা বলেন, ‘মনের বন্ধু সবার প্রকৃত বন্ধু। করোনাকালে শুধু নয়, সব সময় মনের বন্ধু আমাদের মনের সংকট সমাধানে, মানসিক স্বাস্থ্য বিষয়ে সেবা প্রদান ও সচেতনতা তৈরি করছে। লেখক, সাহিত্যিক, অভিনয়শিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরেরা মানুষের কাছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে এক হয়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। মনের বন্ধুর মনোবিদেরাও এই বন্ধু দিবসের চিঠি লেখার ক্যাম্পেইনে নিজেদের বন্ধুকে লিখেছেন। এই সময় এ ধরনের সম্মিলিত উদ্যোগই পারে বন্ধুদের জীবনের হতাশা ও বিষণ্ণতাকে দূর করে ইতিবাচকতা আনতে।’

আরআইজে