করোনার কারণে লেখালেখিতে ব্যস্ত মূকাভিনেতা
জনপ্রিয় মূকাভিনয় শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব। বাংলাদেশের মূকাভিনয় শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন এই শিল্পী। দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান দুরন্ত সময়ের সুবাদে ছোটদের কাছে মূকাকু হিসেবেও পরিচিত তিনি।
নিজের মুখকে গাঢ় সাদা মেকাপের আড়ালে রেখেই নান্দনিক অভিনয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এখন মাঝেমধ্যে টিভি নাটকেও অভিনয় করেন। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছরের শুরু থেকে বাধ্য হয়ে বন্ধ রেখেছেন তার মূকাভিনয়ের সকল কার্যক্রম।
বিজ্ঞাপন
তিনি এখন ঘরে বসে লেখালেখিতে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। নিজের লেখা নিয়মিত শেয়ার করছেন ফেসবুকে। সেগুলোর কোন কোনটি বেশি প্রশংসিত হলে বিভিন্ন অনলাইন পত্রিকা অনুমতি সাপেক্ষে প্রকাশও করছে। এছাড়া লেখাগুলো নিজের ‘ভাবনার আলপনা’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করছেন। এই লেখাগুলো দিয়ে আগামী একুশে বইমেলায় বই প্রকাশের ইচ্ছে আছে তার।
এইদিকে আগামীকাল বুধবার (১৮ আগষ্ট) নিথর মাহবুবের জন্মদিন। করোনা পরিস্থিতির আগের জন্মদিনগুলোতে তিনি মঞ্চে নিজের মূকাভিনয় এর প্রদর্শণী রাখতেন। তবে এবার সেই আয়োজন রাখা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞাপন
নিথর মাহবুব বলেন, ‘সৎ সুন্দর ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, শিল্পের অঙ্গনেই বাকি জীবনটা কাটাতে চাই, আজীবন সিক্ত থাকতে চাই মানুষের ভালবাসায়।’
আরআইজে