কলকাতার জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর প্রতি সম্মান জানিয়ে তৈরি হচ্ছে আস্ত একটি প্রেক্ষাগৃহ। পশ্চিমবঙ্গের হাওড়া এলাকার আমতা নামক স্থানে তৈরি হচ্ছে প্রেক্ষাগৃহটি। নাম দেওয়া হয়েছে ‘নচিকেতা মঞ্চ’। ৮০০ মানুষ একসঙ্গে বসতে পারবেন সেখানে। গত ৩০ বছরের নচিকেতার গাওয়া প্রকাশিত গানের সংখ্যাও যে তা!

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ১৪ আগস্ট একটি বেসরকারি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নচিকেতা। সেখানেই প্রেক্ষাগৃহ তৈরির ঘোষণাটি দেয় কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, নচিকেতার ছবি ও বিভিন্ন গানের লাইনে সেজে উঠবে প্রেক্ষাগৃহটির ভেতরের অংশ।

আর এমন ব্যাতিক্রম আয়োজনের খবরে দারুণ খুশি নচিকেতা। বললেন, ‘লজ্জা লাগছে। তবে আনন্দও হচ্ছে। আমার অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হলে আরও ভালো লাগবে।’‌

সম্প্রতি নিজের আত্মজীবনী লেখার কাজ শুরু করেছেন নচিকেতা। এর নাম দিয়েছেন ‘বিপজ্জনক হারমোনিয়াম’। এছাড়া প্রতিই নতুন নতুন গান আর সুর তৈরিতে সময় দিচ্ছেন তিনি।

আরআইজে