আজই কোলজুড়াবে নুসরাতের!
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই দেখা মিলবে নতুন অতিথির। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী তথা সংসদ সদস্য নুসরাত জাহান। বয়ফ্রেন্ড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গেই হাসপাতালে গেছেন তিনি। আজ বেলা ১১টায় অস্ত্রোপচার হবে নুসরাতের। তার পরেই কোলে আসবে সন্তান।
দক্ষিণ কলকাতার ভাগীরথী নেওটিয়া হাসপাতালের ৫১১ নম্বর বেডে রয়েছেন তিনি। তবে হাসপাতালে ভর্তির আগেই নুসরাত গিয়েছিলেন যশের বাড়িতে। বালিগঞ্জের বাড়ি থেকে যশ নিজেই ড্রাইভ করে নুসরাতকে নিজের বাড়িতে নিয়ে আসেন। গতকাল যশের আসন্ন ছবি চিনেবাদামের মহরত ছিল। সেই ছবির মহরত থেকে ফিরেই নুসরাতের কাছে পৌঁছে যান তিনি।
বিজ্ঞাপন
সব আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে সুখবরের অপেক্ষায় রয়েছে গোটা টলিপাড়া। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে নিজেরা মুখ না খুললেও নেটিজেন জানে, দুজনেই পরস্পরের খুব ঘনিষ্ঠ। সম্প্রতি প্রকাশ্য রাস্তায় গর্ভবতী নুসরাতের সঙ্গে হাঁটতে দেখা যায় যশকে। এছাড়াও গত কয়েকদিনে একসঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন তারা। যশের সঙ্গে একসঙ্গে ছবি না দিলেও যশের পোষ্য কুকুরকে নিয়ে সময় কাটাতে দেখা গেছে নুসরাতকে।
বিজ্ঞাপন
আবার কিছুদিন আগেই কফিডেটে গিয়েছিলেন নুসরাত। সেখানেও সঙ্গে ছিলেন যশ। একই রেস্তোরাঁ থেকে দুজনে একই সময়ে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, মুখ বন্ধ রাখলেও দুজনের সম্পর্ক নিয়ে নেটিজেনের ধারণা খুব একটা ভুল নয়।
এসকেডি