বাংলা ও বাঙালির জীবনে জল-হাওয়ার মতো মিশে আছে ভাওয়াইয়া সুর। সেই সুরে ভাসাতে জুটি বেঁধেছেন নবাগত কণ্ঠশিল্পী নাজমুল ও তারিন।

তাদের কণ্ঠে বাঙালির চিরন্তন আবেগ-অনুভূতির গান ‘নাইওর জান, ময়নার মাও’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। ভাওয়াইয়া ধারার গানটি উপভোগ করা যাচ্ছে আঁচল মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী নাজমুল বলেন, সরল মানুষের সহজ অনুভূতি নিয়ে ভাওয়াইয়া ধারার গান ‘নাইওর জান, ময়নার মাও’। কণ্ঠশিল্পী হিসেবে আমার প্রথম প্রয়াস। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। 

তারিন ঢাকা পোস্টকে বলেন, ‘নাইওর জান, ময়নার মাও’ হচ্ছে এক বিশুদ্ধ অনুভূতির গান। এই গান পরাণের গহীনে গিয়ে দোলা দেবে। 

আঁচল মাল্টিমিডিয়ার কর্ণধার এম সি নাজমুল ইসলাম বলেন, রংপুরের আঞ্চলিক ভাষার এ গানের সুন্দর ভিডিও নির্মাণ করা হয়েছে। এম সি নাজমুল ও তাহমিনা আক্তার তারিনের কণ্ঠে গানটি বাঙালি হৃদয়ে দোলা দিয়ে যাবে। 

গানের কথা ও সুর দিয়েছেন এম সি নাজমুল। সঙ্গীত করেছেন এম আই মিলন। আঁচল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত গানের ভিডিও পরিচালনা করেছেন ফিরোজ সরকার। চিত্রগ্রহণ করেছেন জয় আব্রাহাম। গানচিত্রে অভিনয় করেছেন এম সি নাজমুল, তারিন, শিশু শিল্পী মিম ও ফিরোজ আহমেদ। 

এইচকে