সংগীত ক্যারিয়ারে এক যুগের বেশি সময় পার করেছেন আরফিন রুমি। এই সময়টায় নানা চড়াই উতরাই পাড়ি দিয়েছেন তিনি। যে রুমির সুর-সংগীতায়োজনে দেশের নতুন প্রজন্মের অনেক শিল্পী আলোর মুখ দেখেছেন সেই রুমি অনেকদিন ধরে নিজেকে রেখেছেন আড়ালে।

অজানা অভিমানে নিজেকে গুটিয়ে রাখা রুমি যে গান ছেড়ে দিয়েছেন ব্যাপারটা এমন নয়। বরং গানের সংসারে আগের মতো ঠিকঠাক মন বসছিল না তার। মুড আসলে, ভালো লাগলে টুকটাক গান বানালেও তা উন্মুক্ত করছিলেন শুধুমাত্র নিজের ইউটিউব চ্যানেলে।

আবার পুরনো উদ্যমে গান করার সিদ্ধান্ত নিয়েছেন রুমি। জানিয়েছেন আগের মতো সুরের খেলায় মেতে উঠবেন। গান বানাবেন বিভিন্ন শিল্পীর জন্য। দেশের বিভিন্ন খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নাটক-সিনেমায় গাইবেন, সুর-সংগীতায়োজন করবেন।

২০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঢাকার পোস্টের সঙ্গে আলাপকালে রুমি বলেন, ‘আমি শিল্পী মানুষ। আর একজন শিল্পী কখনো জোর করে কাজ করতে পারে না। এ জন্য তার তার মুড আসতে হয়। ভেতরে অভিমান থাকলে সেটা যথাযথভাবে হয়ে ওঠে না। এতদিন নিজেকে খানিকটা দূরে সরিয়ে রেখেছিলাম। এখন মনে হচ্ছে আমার আবার ক্যারিয়ারের শুরুর সময়টার মতো কাজ করা উচিত। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

অনেক জনপ্রিয় গানের এই শিল্পী বলেন, ‘সম্প্রতি দু-একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নতুন গান বানাতে বলেছে। আমি নিজেও চেয়েছিলাম গানের মধ্যে ডুব দিতে। আমি আবার আগের মতো কাজ করতে চাই। এরইমধ্যে বেশ কিছু গানের গ্রাফ রেডি করেছি। বিভিন্ন সময় আমি যাদের সঙ্গে জুটি হয়ে কাজ করেছি সামনেও তাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে কাজী শুভ ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। এছাড়া নতুন শিল্পীদের নিয়েও কাজ করতে চাই।’

রুমি বলেন, ‘আমার অনেক গানই আছে শুধুমাত্র অডিওতে হিট হয়েছিল। তবে এখন মিউজিক ভিডিও ছাড়া গান প্রকাশ পায় না বললেই চলে। নাটক বেশি হওয়ায় সে জন্যও গান হচ্ছে। যারা আমাকে যথাযথ সম্মান ও সম্মানী দেবে তাদের সঙ্গে আমার কাজ করার আগ্রহ আছে। নিজস্ব কিছু পরিকল্পনাও আছে।’

আরআইজে