বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। বিশেষ এই দিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে ৫টি গান করেছেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

গানগুলো হলো ইউসুফ আহমেদ খানের গাওয়া ‘দুঃস্বপ্নের ঘোর কেটে’, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামানের ‘বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে’, প্রিয়াংকার ‘বাবা বেঁচে থাকলে’, দিনাত জাহান মুন্নী ও হৈমন্তী রক্ষিতের ‘আপনও মহিমাতে তবুও বাংলাদেশ’ এবং কামাল আহমেদের কণ্ঠে ‘বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি’।

সবগুলোর কথা লিখেছেন কবির বকুল। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আজ বাংলাদেশ বেতারে গানগুলো প্রচারিত হচ্ছে।

এ প্রসঙ্গে সুজেয় শ্যাম বলেন, ‘বাংলাদেশের আজকের উন্নতির পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা সবারই জানা। দেশ এবং দেশের মানুষকে তিনি পরম মমতায় আগলে রেখেছেন। জন্মদিনে তাকে নিয়ে বিশেষ এই গানগুলো করতে পেরে আমার ভালো লাগছে। এ জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সুজেয় শ্যাম আরও জানান, গানগুলোর জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষই শিল্পীদের নির্বাচিত করেছেন। জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা।

আরআইজে