আজ থেকে ওমানে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী দিনে রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরপর দুটি প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় টাইগার ভক্তদের কেউ কেউ সংশয়ে আছেন মাহমুদউল্লাহর দলকে নিয়ে। তবে এই প্রজন্মের সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠভক্ত মাহতিম শাকিব বলছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত খেলবে বলেই তার বিশ্বাস।

ইউটিউবে জনপ্রিয় এই গায়ক ঢাকা পোস্টকে বলেন, ‘আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সহজেই জিতবে আশা করি। গত দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় একটু ভয় ভয় লাগছে। তবে এটা বাংলাদেশের গেম প্ল্যানও হতে পারে। মূল ম্যাচে নিশ্চয়ই বাংলাদেশ সেরা খেলাটাই খেলবে।’

‘বুকের বাঁ পাশে’, ‘যদি’র মতো মৌলিক গান উপহার দেওয়া এই তরুণ শিল্পীর মতে, ‘সাকিব আল হাসানের ওপর এবারও আমার অনেক প্রত্যাশা। মুশফিকুর রহিম তো আমার অনেক প্রিয়। তাসকিন ভাই আছেন। উনার সঙ্গে এক সময় আমি নিজেও ক্রিকেট খেলেছি জাফরাবাদে। মুস্তাফিজ তো একটা বিশেষ জায়গায় আছেন। এছাড়া নাসুম আহমেদ, আফিফের হোসেনরা দারুণ কিছু উপহার দেবে বলে আমার প্রত্যাশা।’

মাহতিম শাকিব আরও বলেন, ‘আমার ধারণা এবার বিশ্বকাপে বাংলাদেশ সেমি-ফাইনালে যাবে। কারণ আমাদের দলে সাকিব-মুস্তাফিজের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার আছেন। এছাড়া অন্য সিনিয়র-জুনিয়রের সমন্বয়টাও দারুণ। মাঠে জাস্ট সেটা প্রমাণ করতে হবে। আমার মতে হয় সবাই সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন। অনেক অনেক শুভ কামনা টিম বাংলাদেশের জন্য।’

আরআইজে