দুর্গাপূজা চলাকালে ও পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কলকাতার পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন।

এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘কী হচ্ছে বাংলাদেশে? পড়ছি এবং দেখছি সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, হত্যা করা হচ্ছে। বাংলাদেশ কি ক্রমশ পাকিস্তান হয়ে উঠছে? থামুন, দয়া করে থামুন। গোটা বিশ্ব ক্রমেই হিংসাস্থল হয়ে উঠছে। পূজার সময় সে দেশে সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনের তীব্র নিন্দা করছি। হিংসার ঘটনা রোধে সবসময় জিরো টলারেন্স দরকার।’  

এদিকে বাংলাদেশের ঘটনা নিয়ে সরব টলিউডের একটা অংশ। সেই তালিকায় নাম রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। নিন্দা জানিয়েছেন জয়া আহসান ও মিথিলা। এবার সরব হলেন অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। 

লক্ষ্মীপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘দুর্গাপূজোর সময় থেকে হিন্দু ধর্মের মানুষদের উপর যে ধারাবাহিক মানসিক এবং শারীরিক নিপীড়ন নেমে এসেছিল, তাতে বাংলাদেশের হিন্দুরা আজ লক্ষ্মীপূজা কতটা পালন করতে পারছে জানি না। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সে দেশের পুলিশকর্তারা দেশজুড়ে ঘটা এই ঘটনাকে উগ্র মৌলবাদী হামলা বলেছেন এবং তারা কড়া ব্যবস্থা নিচ্ছেন বলেও জানতে পেরেছি। শুধুমাত্র বাংলাদেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ নয়, বিশ্বজুড়ে বাঙালিরা এই ঘৃণ্য, পরিকল্পিত ঘটনার প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, কথা বলছেন।’

এসকেডি