চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় উৎসব কান ফেস্টিভ্যালে অংশ নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এটিই প্রথম বাংলাদেশী সিনেমা, যেটি কানের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়েছিল। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে দেশে। আগামী ১২ নভেম্বর থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

জানা গেছে, প্রথম সপ্তাহে ১২টি সিনেমা হলে মুক্তি পাবে ‘রেহানা মরিয়ম নূর’। এর মধ্যে ১০টি হলের তালিকা প্রকাশ করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। এ পর্যন্ত যতগুলো হল নিশ্চিত হয়েছে, সেগুলোর নামও প্রকাশ করেছেন তিনি। এরপর বাড়লে সেগুলোও জানিয়ে দেবেন।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি:

ঢাকা: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুন ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, শ্যামলী, সেনা অডিটোরিয়াম (সাভার), মধুমিতা (মতিঝিল)।

চট্টগ্রাম: সুগন্ধা (কাজির দেউড়ি), সিলভার স্ক্রিন (নাসিরাবাদ)।

নারায়ণগঞ্জ: সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি)

বগুড়া: মধুবন (চেলোপাড়া)

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কান উৎসবের গত আসরে এটি ‘আ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছিল। প্রথম প্রদর্শনীর পর সিনেমাটি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। সেই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমেও ভূয়সী প্রশংসা পায়।

কানের পর সিনেমাটি অংশ নিয়েছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

কেআই/আরআইজে