শুরু থেকেই সামাজিক সচেতনতাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক গান করে প্রশংসা কুড়িয়ে আসছেন ‘গলি বয়’ খ্যাত রানা মৃধা ও তার আবিস্কারক তবীব মাহমুদ। এবার বিশ্ববিদ্যালয় জীবনে টাকার জন্য করতে না পারা নানান বিষয়কে এক করে একটি গান বেঁধেছেন তারা।

গানটির শিরোনাম ‘শুধু টাকার জন্য’। এটির কথা ও সুর করেছেন তবীব মাহমুদ। সংগীতায়োজনে এলএনজি বিটস। আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে  তবীবের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : শানুর কথায় হৃদয় খানের নতুন গান

গানটি নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তবীব মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে টাকার জন্য আমাদের অনেক কিছু হারাতে হয়। কখনো আমরা স্বপ্ন হারাই, কখনো নিজেই হারাই, কখনো ইচ্ছা হারাই, কখনো বা শক্তি। টাকার কারণে অনেক সময়ই আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। মূলত এই বিষয়টিকেই গানটিতে তুলে ধরেছি। আমাদের গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশাকরি।’

গানটির পৃষ্ঠপোষকতা করেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট। পুরো কাজটির জন্য সহায়তা করার জন্য ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা মনির হোসেন, সম্পা আপু, ফৌজিয়া, মুত্তাকিন এবং অভির প্রতি ভালোবাসা জানিয়েছেন তবীব। এছাড়া শুভ্র, সোহাগকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরআইজে